তেরখাদায় দলিত হরিজন বেদে কল্যাণ কমিটির মতবিনিময় সভা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের অবহেলিত নিরি সম্প্রদায় দলিত হরিজন বেদে কল্যান (বিডিপি) কমিটির এক মত বিনিময় সভা গতকাল বিকাল ৪টায় ইউনিয়নের সভাপতি তরুন কুমার রায় এর সভাপতিত্বে বিপ্র-আজগড়া দাই পাড়ায় অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এমপির আস্থা ভাজন সাবেক আজগড়া ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, স্বাগত বক্তব্য রাখেন তেরখাদা উপজেলার দলিত কমিটির সভাপতি জয়দেব কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, স্থানীয় ইউপি সদস্য লস্কার ইনামুল কবির, সংরক্ষিত সদস্য পারভীন আক্তার বুলু , রূপসা উপজেলা দলিত সভাপতি অমীয় দুলাল, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগদিশ অধিকারী, মোঃ সেলিম শেখ, গোলক মুনি, অসীম কির্ত্তুনীয়া, গোপাল চন্দ্র, আজিজুল শেখ, হালিম শেখ, জহর শেখ, মুনসুর শেখ, আতিয়ার শেখ, মালেক শেখ, আবুল হোসেন, ইবাদ শেখ, নুপুর বেগম, বৃষ্টি বেগম, আছমা বেগম, জেসমিন বেগম, হালিমা বেগম, শাহিদা বেগম, মোঃ হাদি শেখ। বেবি পারভীন এর আয়োজনে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ মফিজ লস্কার।