তেরখাদায় দলিত পরিষদের মধুপুর ইউনিয়ন কমিটির সভা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার উত্তর কোলা মন্দির প্রাঙ্গনে গতকাল বুধবার বিকেল ৩টায় মধুপুর ইউনিয়ন দলিত পরিষদের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবর আলী, কাজল রেখা, মনি মোহন বিশ্বাস, সুধীর বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন কুমার, কুমারেশ বিশ্বাস, শরৎ বিশ্বাস, খোকন বিশ্বাস, মাইলো বিশ্বাস, বিনয় বিশ্বাস, তারা মনি, সর্মিলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উজ্জল শিকদার।