তেরখাদায় থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা থানা মিলনায়তনে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ বদরুল আলম বাদশা,উপজেলা পূজা পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী এস এম মফিজুল ইসলাম জুম্মান, ১নং আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ মেনন রায়, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, ৩নং ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খান সেলিম আহমেদ, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এম কে শাহমিরাজ কায়নাত, বিশিষ্ট সমাজসেবক যুবনেতা নেতা এস এম ওবায়দুল্লাহ বাবু, সমাজেসবক ও যুবলীগ নেতা মোঃ মাকসুদুল আলম মামুন, অবঃ শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস,অবঃ সেনা সদস্য বলয় লাল বালা,কৃষকলীগ নেতা মোঃ ইলিয়াছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আজগড়া ইউনিয়নের সভাপতি মসিউর রহমান ও সীর কৃষ্ণ ঢালী। সভা সঞ্চালনা করেন থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়।