November 27, 2024
আঞ্চলিক

তেরখাদায় ডেঙ্গু আতঙ্কে উপজেলাবাসী

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় ডেঙ্গু আতংঙ্কে উপজেলা বাসী বর্তমান সরকারের মহা পদক্ষেপ কর্মসুচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় শতাধিক লোকের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের দেহে ডেঙ্গু রোগের জীবানু সন্ধান পেয়েছেন। তাদের চারজনকে খুলনা মেডিকেলে ও দুইজনকে খুলনা পুলিশ লাইন হাসপাতালে রেফার্ড করেছেন। বর্তমানে লাবু শেখ নামে তেরখাদা গ্রামের এক যুবকের চিকিৎসা তেরখাদা হাসপাতালে চলছে। ইতিমধ্যে দুই জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

হাসপাতাল পঃ পঃ কর্মকর্তা লুৎফুন নেছা জানান, প্রায় প্রতিদিন দুই একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু রোগ পরীক্ষার জন্য উন্নত মানের কোন ব্যবস্থা তেরখাদা হাসপাতালে নাই। তিনি নিজ উদ্যেগে টি এল সি বাহারুল আলমকে খুলনা থেকে প্রশিক্ষণ করিয়ে তেরখাদায় ডেঙ্গু রোগের পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ডেঙ্গু সনাক্তকরণের জন্য দুই লক্ষ টাকার ঘঝও (এন, এস, আই ) ৫৭০টি, ওএএ, ওএগ ২৫০টি কিডস হাসপাতালে ষ্টক রেখেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *