তেরখাদায় চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে মৎস্য নিধন
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের মোস্তাইন বিশ্বাসের চিংড়ি মাছের ঘেরে দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে অনুমান ৫/৬ হাজার গলদা চিংড়ির সহ রুই কাতল প্রজাতির মৎস্য নিধন করেছে। ভ‚ক্তভোগীর তথ্যানুযায়ী জানা যায় রাতের আধারে কে বা কারা আমার দুই একর চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৩/৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। ভোর রাতে নামাজের জন্য ঘেরে অজু করতে গেলে বিষের গন্ধ পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন এসে ঘটনা দেখে থানায় সংবাদ জানালে দায়িত্বরত কর্মকর্তা থানায় থানায় লিখিত অভিযোগ দিলে বলে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।