তেরখাদায় ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার জয়সেনা-পানতিতা মৌজায় অবস্থিত আটলিয়া গ্রামের আবু সাইদ মোল্যার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিংড়ি ও পোনা মাছ চুরির ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, আবু সাইদ মোল্যার ঘেরে শুক্রবার সকালে চিংড়ি ও পোনা মাছ মরে ভেসে থাকতে দেখে আশপাশের ঘের মালিকরা। তখন তারা তাকে খবর দিলে তিনি গিয়ে দেখেন ঘেরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি মাছ গুলো মরে পানিতে ভাসছে। চোর বিষ প্রয়োগের পর চিংড়ি ও বড় মাছ গুলো জাল টেনে ধরে নিয়ে যাওয়ার বিভিন্ন আলামত পাওয়া যায়। বিষ প্রয়োগ করে এভাবে মাছ চুরির ঘটনায় উক্ত ঘেরের সকল প্রকার মাছ মরে যাওয়ায় মারাতœক ক্ষতিগ্রস্থ হয়েছেন ক্ষুদ্র মাছ চাষী আবু সাইদ মোল্যা।
এতে তার প্রায় প্রায় দুলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এই ঘটনায় আশপাশের ঘের মালিকদের মধ্যেও চরম আতংক বিরাজ করছে। কারণ এর মাঝেই লুকিয়ে আছে তাদের অনেক স্বাদ ও স্বপ্ন। বিষ প্রয়োগ করে চুরির ঘটনা ঘটলে তারা হয়ে যাবেন নিঃস্ব। স্থানীয় সচেতন মহলের দাবী, এই জাতীয় বিষ ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করা অতি জরুরী। যাতে করে এভাবে অসাধু ব্যক্তিদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্থ না হয়।