তেরখাদায় গ্রীণবেল্ট প্রকল্পের মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
খুলনা জেলাকে প্রথম মাদক মুক্ত জেলা ঘোষণা করার অঙ্গিকারে জেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে গ্রীণ বেল্ট প্রকল্পে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষ রোপন ও মাদক বিরোধী সভা গতকাল বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪নং সাচিয়াদহ এনসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ খুলনা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেকুজ্জামান, ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনাদি কুমার মহন্ত, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আসলাম, আওয়ামী লীগ নেতা অনাদি কুমার মহন্ত, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার মরু ঢালী, সাবানা আক্তার, দলিত কুমার সভাপতি জয়দেব কুমার, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিজন কুমার মল্লিক।