তেরখাদায় কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধন
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় গত ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় ইখড়ি কাটেংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় ইখড়ি কাটেংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি।
তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাবের উদ্বোধন করেন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের খুলনা জেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান, সহকারী শিক্ষক লিপিকা পাত্র, মোঃ এহতেশামুল হক, আশরাফুল ইসলাম বাবু, কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের তেরখাদা উপজেলা জেন্ডার প্রমোটার মোঃ রবিউল ইসলাম। এসময় ক্লাবের বিভিন্ন সেন্টারের আবৃত্তি ও সংগীত শিক্ষকদের মধ্যে বাধন রায়, ইয়াছির আরাফাত, শাহানাজ পারভীন, রনি মোল্যা, উম্মে সালমা, মলিকা বালা, কৃত্তিবাস খামারী, গোপাল চন্দ্র পাল, সৃতিময় বিশ্বাস, তপতী বিশ্বাস, কনিনিকা বালাসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোঃ রনি মোল্যা ও সংগীত পরিবেশন করেন গোপাল চন্দ্র পাল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান।