তেরখাদায় ওলামা মাশায়েখ কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তেরখাদা প্রতিনিধি
ভারতে মুসলিম জাতির উপর নির্যাতন করায় তেরখাদা উপজেলা ওলামা মাশায়েখ কমিটি গতকাল শুক্রবার বাদ মাগরিব এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি তেরখাদার কাটেঙ্গা বাজারসহ বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা আব্দুস সালাম জাহেদী সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য প্রদান করেন আটলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আজিজুল হক, কাটেঙ্গা বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা এম এ হাফিজ, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা আব্বাস আলী।