তেরখাদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা থানা পুলিশিং কার্যক্রম ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা গতকাল বিকেল ৪টায় থানা কমপ্লেক্সের হল রুমে অফিসার ইনচার্জ সালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার সুধী সমাজ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খুলনা ক সার্কেল মোঃ বদিউজ্জামান গণশুনানী করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা, বাছিতুল হাবিব প্রিন্স, মনজুরুল আলম, মিশকাত আলী মিনা, মোল্যা সেলিম হোসেন, মোঃ আরিফ মোল্যা, নাজমুল ইসলাম, তোফায়েল হোসেন, সনজয় কুমার, আরিফুজ্জামান অরুন প্রমুখ।