December 24, 2024
আঞ্চলিক

তেরখাদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় গতকাল বেলা ১২টায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামানের সভাপতিত্বে থানা কমপ্লেক্স  এর হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) খুলনা নুর আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন।

এ সময় বক্তব্য রাখেন পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, অরবিন্দ প্রসাদ সাহা, প্রফুল্ল কুমার মরু ঢালী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওসি (তদন্ত) স্বপন কুমার। এসময় এসআই প্রভাষ মল্লিক, বিল্লাল হোসেন,  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মিসকাত আলী, ইমদাদুল হক নান্নু, নাজমুল ইসলাম, আব্বাস আলী, রফিক মোল্যা, ইকরাম মোল্যা সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *