তেরখাদায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় তেরখাদা উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামান, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সরদার আমির আলী, আওয়ামী লীগ নেতা এফ, এম মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন চিত্রা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, পরিচালনা কমিটির সদস্য শেখ শামীম আহমেদ, শেখ সেলিম আহমেদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ কামরুজ্জামান, প্রধান শিক্ষক সেকেন্দার মল্লিক, কামারুজ্জামান, আওয়ামী লীগ নেতা তবিবুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কায়নাত হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম।