তেরখাদায় উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বর খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে গতকাল সকাল ১১টায় তেরখাদা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী আলমগীর হোসেনের পরিচালনায় এক প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সদস্য মোল্যা ইমদাদুল হক, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খান মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ তবিবুর রহমান, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরান উদ্দিন আহমেদ, মোল্যা আজিজুর রহমান, মোঃ জিয়াউর রহমান, বাদশা মল্লিক, কৃষ্ণ মেনন রায়, শারাফাত হোসেন, শামসুর রহমান, হাজী মকবুল হোসেন, ওহিদুজজ্জামান ফরিদ, মোঃ শহিদ মোল্যা, মিজানুর রহমান হিরাঙ্গীর, আনজুমানারা, জয়নাব বেগম প্রমুখ।