তেরখাদায় ইজিবাইক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল থানা চত্বরে ১ম ইজিবাইক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বেলা ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
নির্বাচনে অর্ধশতাধিক ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৯ ভোট পেয়ে আলম শেখ সভাপতি ও ২৫ ভোট পেয়ে মামুন জমাদ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এসআই প্রভাস মল্লিক।