তেরখাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল বুধবার সকাল ১০টায় তেরখাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই ই মেলে” প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে একটি আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তৃতা রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, অফিসার ইনচার্জ সালেকুজ্জামান, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা খান, স্বাস্থ্য কর্মকর্তা লুতফুন নাহার, সমাজসেবো কর্মকর্তা শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী, শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা হাসিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, ব্র্যাক মাইগ্রেশন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ মিরান হোসেন, সাংবাদিক মোল্যা সেলিম আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রিসোর্স কর্মকর্তা আবুল কালাম আজাদ।