তেরখাদায় আইনশৃঙ্খলা সভা ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল সোমবার সকাল ১০টায় তেরখাদায় উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদপালের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভা ও খুলনা জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সে বর্তমান করোনা সংকট নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মমতাজ বেগম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, টিএইচও মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, পল্লী বিদ্যুত কর্মকর্তা দিগেন্দ্রনাথ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, ইনস্ট্রটেকটার শেখ আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, অরবিন্দ প্রসাদ সাহা,সমবায় কর্মকর্তা শংকর বাবু, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান অলিচ প্রমুখ।