তেরখাদার পাতলা বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
তেরখাদা প্রতিনিধি
উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের পাতলা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। তিনি গতকাল রবিবার বিকেল ৩টার দিকে পাতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা মোতাবেক তিন হোটেল মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা বলেন, তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারের হোটেলে অভিযান অব্যাহত রাখা হবে।