তেরখাদার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
তেরখাদা প্রতিনিধি
গতকাল সোমবার সকাল ১১টায় তেরখাদার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী বিষ্ণুপদ পাল তার নিজ কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় সাংবাদিকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকবৃন্দ সমাজের দর্পন স্বরূপ। তারা সমাজের সমস্যা তুলে ধরে তার সমাধানে কাজ করেন। সঠিক তথ্য উদঘাটনে সর্বপ্রকার সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, সহ সভাপতি এম বাবুল সরকার, মোল্যা সেলিম আহমেদ, কামারুজ্জামান, এমবি টিভি ২৪ ডট কম এর পরিচালক রবিউল ইসলাম, তানিয়া ইয়াসমিন তমা, ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস প্রমুখ।