তেভাগা আন্দোলনের কিংবদন্তী অমল সেন ছিলেন লড়াই-সংগ্রামের প্রবাদ সৈনিক
সিপিবি আয়োজিত স্মরণসভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি
উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, তেভাগা আন্দোলনের কিংবদন্তী কমরেড অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটি’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমরেড অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
দলের খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, যুব ইইনিয়ন জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি উত্তম রায়, নগর সভাপতি চন্দন দাস, ছাত্রনেতা কৃষ্ণেন্দু বাছাড়, আল আমিন, সোমনাথ দে, মেহেদী হাসান, সুমাইয়া বান্না, রুমা রুবায়্যি, রুপা মল্লিক, সিনথিয়া জামান একা, নাহিদ হাসান, সৌমিত্র সৌরভ, মোহাম্মদ আলী, আরিফ হোসেন, জাহিদুর রহমান, কাজী সবুজ, শরীফুজ্জামান, শিমুল ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের প্রবাদ সৈনিক। বাংলাদেশের কৃষক আন্দোলনে বিশেষ করে তেভাগা আন্দোলনে বিপ্লবী ভূমিকা অবিস্মরণীয়।