November 30, 2024
জাতীয়

তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে আসামির মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যাকে নারী নির্যাতনের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ বলছে, আবু বক্কর সিদ্দিক বাবু নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার মধ্যরাতে থানার হাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তবে স্ত্রী আলেয়া বেগমের সন্দেহ, বাবুকে থানায় ‘নির্যাতন চালিয়ে হত্যা’ করা হয়েছে। এফডিসির ফ্লোর ইনচার্জ বাবুকে শনিবার নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়া এবং ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারী বাবুর বিরুদ্ধে ওই মামলা করেন।

গ্রেপ্তার করার পর তাকে থানা হাজতে রাখা হয়েছিল। মধ্যরাতের পর হাজতের গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানার সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বাবুর স্ত্রী আলেয়া বেগম ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, বাবুকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। থানায় নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।

এফডিসিতে বাবুর সহকর্মী সাইফ আহমেদ জানান, শনিবার তারা একসঙ্গেই কাজ করেছেন। রাতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে থানা থেকে ফোন করে বাবুর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানানো হয়। আলেয়ার মত সাইফেরও সন্দেহ, থানা হাজতে বাবুর মৃত্যুর কারণ ‘নির্যাতন’।

ঢাকা মেডিকেলের মর্গে সহকর্মীর লাশ দেখে আসার পর তিনি বলেন, ওর শরীরে আঘাতের চিহ্ন আছে। গলায় ফাঁস লাগলে যেমন হয়, তেমন কোনো চিহ্ন তো দেখিনি।

নির্যাতনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার  বলেন, তাদের পরিবার হত্যার অভিযোগ করতেই পারে। রাত ৩টার পরের ঘটনা। থানার সিসি ক্যামেরার ফুটেজ চাদর দিয়ে ফাঁস নেওয়ার চেষ্টার বিষয়টি স্পষ্ট দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে আসা মাত্র তাকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *