তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধন রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। শুভদিয়া ইউপি চেয়ারম্যান ও এসএমসি’র সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেন্দু নাথ রায় চৌধুরী, বেতাগা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও বেতাগা আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, নেটিজেল আইটি লিঃ এর খুলনা জোনের জোনাল অফিসার মোঃ সবুজ হোসেন রাজ, জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরীফ (বাগেরহাট-১) ও জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুসাইন (বাগেরহাট-২)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম। এসময় নেটিনেজ আইট লিমিটেডের এম মুর্শিদ আলী, প্রান্ত সাহা সহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক, এসএমসি’র সদস্য, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।