May 13, 2025
আঞ্চলিক

তৃতীয় শ্রেণীর বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে দ্বিতীয় দফায় আবারও কর্মবিরতি পালন শুরু হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়। এতে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় এবং উপজেলা ভুমি অফিসে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারন সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন, নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ, জগদীশ, রতন, সুফিয়া, আফরোজা প্রমুখ। বক্তারা এ সময় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *