December 22, 2024
আঞ্চলিক

তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ নয় : সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ নয়, তারা আমাদের সমাজেরই মানুষ। তাদেরকেও মায়া-মমতার বন্ধনে পারিবারিক বেষ্টনীতে বেঁধে রাখতে হবে। সিটি মেয়র বলেন, বর্তমান সরকার সকল শ্রেণিপেশার মানুষের জন্য সামাজিক নিরাপত্তাসহ সব ধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করেছেন। এর আওতায় হিজড়াদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে তাদের সামাজিক মর্যাদা প্রদানসহ ভাতা প্রদান করা হচ্ছে।

সিটি মেয়র গতকাল রবিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক বৈষম্য ও নিপীড়ন রোধের বিষয়ে কেসিসি’র কাউন্সিলরবৃন্দের সাথে আয়োজিত পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অষ্ট্রেলিয়ান এইড ও খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ সভার আয়োজন করে। সিটি মেয়র তৃতীয় লিঙ্গের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করাসহ তাদের প্রতি সকলকে সহানুভ‚তিশীল হওয়ার আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন, মো: মনিরুজ্জামান, শেখ মোহাম্মদ আলী, এস এম মোজাফফর রশিদী রেজা, ফকির মো: সাইফুল ইসলাম, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: গোলাম মাওলা শানু, কাজী আবুল কালাম আজাদ বিকু, শেখ আব্দুর রাজ্জাক, মো: ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, লুৎফুন নেছা লুৎফা ও মাজেদা খাতুন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সংস্থার কার্যক্রম বর্ণনা করেন আয়োজক সংস্থার পলিসি এডভোকেসি এন্ড হিউম্যান রাইটস ডাইরেক্টর উম্মে ফারহানা জেরীফ কান্তা ও ডেপুটি ম্যানেজার মো: মশিউর রহমান। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *