তুরাগ তীরের সাড়ে চার একর জায়গা অবৈধ দখলমুক্ত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার তুরাগ তীরের ভাটুলিয়া মৌজা ও পরান মণ্ডল টেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমে সাড়ে চার একর জায়গা দখলমুক্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান।
তিনি বলেন, এদিন তিনটি দোতলা বাড়ি, ছয়টি একতলা বাড়ি, নয়টি আধা পাকা ঘর, ১৩টি টিনশেডসহ মোট ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে সাড়ে চার একর জায়গা। সেই সঙ্গে বালু, মাটি ও পাথরের ছয়টি ভরাট গদি জব্দ করে নিলামে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
আরিফ উদ্দিন বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উত্তরা ১০ নম্বর সেক্টরের সাহেব আলী মাদ্রাসার পাশে তুরাগ তীরে ফের অভিযান শুরু হবে।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে আসছে বিআইডব্লিউটিএ।