তুরস্ক গেলো অ্যাথলেটিকস দল
পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে অংশ নিতে শুক্রবার রাতে তুরস্ক গেছে দুই সদেস্যর বাংলাদেশ অ্যাথলেটিকস দল। আগামী ৯ থেকে ১৮ আগস্ট তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত হবে এই ইসলামী সলিডারিটি গেমস।
বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিকস দলের দুই সদস্যের দলে একজন টিম ম্যানেজার এবং একজন অ্যাথলেট রয়েছেন। হাইজাম্পার রিতু আক্তারকে নিয়ে ম্যানেজার ফরহাদ জেসমিন লিটি তুরস্ক গেলেন। দুই জন অ্যাথলেট আছে ইংল্যান্ডের বার্মিংহামে। তারা কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন।
ইংল্যান্ড থেকে সরাসরি কোনিয়াতে অ্যাথলেটিকস দলের সঙ্গে যোগ দেবেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ও আরেক নারী হাইজাম্পার উম্মে হাফসা রুমকী।
ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশ দল
ম্যানেজার : ফরহাদ জেসমিন লিটি, অ্যাথলেট : ইমরানুর রহমান (১০০মি.), উম্মে হাফসা (রুমকি হাইজাম্প) ও রিতু আক্তার (হাইজাম্প)।