April 24, 2025
আন্তর্জাতিক

তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পর সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করোনা রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন।

দেশটিতে এখনও দুই লক্ষাধিক করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *