January 21, 2025
আন্তর্জাতিক

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তুপের ভেতর জীবিতদের খোঁজে শনিবার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
শুক্রবার রাতে ৬.৮ তীব্রতার এ ভূমিকম্প আঘাত হানার পর থেকে এর উৎপত্তিস্থল পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশের সিরিভিকে ৩০ ব্যক্তি নিখোঁজ রয়েছে।
এলাজিগের প্রাদেশিক রাজধানীর বাসিন্দা ৪৭ বছর বয়সী মেলাহাট কান এএফপিকে বলেন,‘পরিস্থিতি ছিল ভয়াবহ। আসবাব পত্র আমাদের গায়ের ওপর এসে পড়ছিল। আমরা দৌড়ে বাইরে চলে যাই।’
প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এরদোগান টুইটারে আরো বলেন, ‘আমরা জনগণের পাশে আছি।’
তুরস্কে সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সিরিভিকের স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ( গ্রিনীচ মান সময়১৭৫৫ টায়) ভ’মিকম্প আঘাত হানে।
তুরস্কের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আতংকিত লোকজন দৌড়ে বাইরে বের হয়ে যাচেছ। কারণ ভবনের ছাদে আগুন জ্বলছে।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত ও ১ হাজার ১৫ জন আহত হয়েছে।.

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *