তুরস্ককে সাহায্যে আগ্রহী ন্যাটো-ইইউসহ ৪৫ দেশ
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বিধ্বস্ত দেশটিকে সাহায্যে আগ্রহ দেখিয়েছে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৪৫টি দেশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একথা জানান।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে আজ ভোরে আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে।
তুরস্কে ভূমিকম্পে এখন পর্যন্ত ৯১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩৮৩ জন। সূত্র: সিএনএন।