তিন শিশুসহ ৫ জন খুমেকের আইসোলেশনে ভর্তি
দ. প্রতিবেদক
শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তিন শিশুসহ ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে তিন শিশু। এতে করে মোট ৫ জন আইসোলেশনে ভর্তি আছেন। সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন।
এদিকে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা নতুন ৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টাইনেরর মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ২২ জন।