January 21, 2025
আঞ্চলিক

তা’লীমুল মিল্লাত মাদ্রাসার ৫০ বছর পূর্তি পালন প্রস্তুতি

খবর বিজ্ঞপ্তি

নগরীর সোনাডাঙ্গা থানাধীন খানজাহান নগরস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে র‌্যালী, গোল্ডেন জুবিলী স্মরণিকা প্রকাশ, এ্যালামনাই সমাবেশ, সুধী সমাবেশ, সম্মাননা স্মৃতিপদক, খতমে কুরআন ও দোয়া, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি স্বাস্থ্যসেবা প্রোগ্রাম, গরীব ও দু:স্থদের সহযোগিতা প্রদান, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বার্ষিক মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ অন্যান্য আয়োজন থাকছে। আগামী বছরের (২০২১) প্রথম দিকে এ কর্মসূচি পালিত হবে।

গতকাল শনিবার সকালে মাদ্রাসায় অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রদের এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় হাফেজ মাওলানা কেএম শাহাদাত হোসেনকে আহবায়ক এবং মাওলানা মু. ছফির উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট তা’লীমুল মিল্লাত মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। সভা শেষে করোনাভাইরাসের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএফএম  নাজমুস সউদের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, এএসএম আতাহার উদ্দিন, এসএম জাফর সাদিক, মো: আব্দুল মান্নান, নিয়াজ মাখদুম, এটিএম এমদাদুল হক, এম এ হান্নান, মো: বদিউজ্জামান, এইচ এম আলাউদ্দিন, মশিউর রহমান, এএফএম নাজমুস সাকিব, মো: আমিরুল ইসলাম, মনিরুজ্জামান, মিরাজুল ইসলাম, ইব্রাহীম হোসেন, হেদায়েতুল ইসলাম, দেলোয়ার হোসাইন, রেজোয়ানুল করিম, ওমর ফারুক মো: আবু হানিফ, মো: আব্দুস সাকুর, নাসির উদ্দিন, মহসীন আলম, মাহবুবুর রহমান, সাইফুল্লাহ আল মাসুদ, সাখাওয়াত হোসেন, আব্দুল করিম, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় তা’লীমুল মিল্লাত মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের নাম রেজিষ্ট্রেশনের জন্য আগামী ৩১ আগষ্ট’২০২০ পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া ৩০ জুনের মধ্যে স্মরণিকায় লেখা দেয়ার আহবান জানানো হয়। সভায় তা’লীমুল মিল্লাত মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশন গঠন ছাড়াও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। আগামী ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় তা’লীমুল মিল্লাত মাদ্রাসায় কমিটির প্রথম সভা আহবান করা হয়েছে। উক্ত সভায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের  উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *