December 21, 2024
আঞ্চলিক

তালীমুল মিল্লাত মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (প্রথম পর্যায়) উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এমদাদুল হক খালাসি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি। অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ।

ক্রীড়া শিক্ষক আব্দুর রাজ্জাক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক -অভিভাবিকা, এলাকার গণ্যমান্য সূধীজন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য ২য় পর্যায়ের অনুষ্ঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আন্ত:শ্রেণি ক্রিকেট টুর্ণামেন্ট আগামী ৭ই মার্চ থেকে ১০ ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ও অত্র মাদরাসার গভর্ণিং বডির সভাপতি হেলাল হোসেন ২য় পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *