তালা মহিলা কলেজে সচেতনতামূলক সভা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন গতকাল রবিবার তালা মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু প্রতিরোধ, পরিছন্নতা এবং বাল্য বিবাহ রোধে সচেতনতামুলক এক মতবিনিময় সভা করেন। এ সময় তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিকুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন তালা সরকারী কলেজে অনুরুপ একটি সভায় মনি মোহন মন্ডল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন আর্তমানবতার সেবায় একটি কল্যান তহবিল গঠনের জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেন।