তালা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
গতকাল শুক্রবার সকালে তালা প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সমদস্যদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, আব্দুস সালাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, কাজী লিয়াকত হোসেন, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান প্রমুখ। সভায় প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে সংবর্ধণা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রেসক্লাবের উন্নয়নসহ সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।