তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সরদার মশিয়ারকে সংবর্ধণা প্রদান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার পর সম্প্রতি তালা উপজেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ সাফল্যর জন্য বুধবার বিকালে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব কার্যালয়ে এক সংবর্ধণা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জনাব প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার ও উন্নয়ন প্রচষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হাকিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, জাসদ নেতা দেবাশীষ দাস, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী মোঃ মুজিবুর রহমানসহ তালা প্রেসক্লাবের সকল কর্মকর্তা-সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীমহল। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।