তালায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সার্টিফিকেট বিতরণ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তরের “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প” এর আওতায় মৌটুসী ভবনে বিউটিফিকেশন ও বøক বাটিক দু’টি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশক্ষণার্থীর মাঝে উক্ত চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা আক্তার রুবি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিউটিফিকেশন প্রশিক্ষক মারুফা আক্তার। অনুষ্ঠানে বক্তারা পিছিয়ে পড়া মহিলাদের কে অনুপ্রেরণামুলক কথা বলার পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হয়।