তালায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মোঃ নুরুল ইসলাম সরদার (৬০) নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। সে উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত হাজের আলী সরদারের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম পেশায় একজন প্রাইভেট শিক্ষক হওয়ার সুবাদে এলাকার ছোট ছেলে মেয়েরা প্রতিদিন তার নিকট প্রাইভেট পড়তে যায়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে লম্পট প্রাইভেট শিক্ষক নুরুল ইসলাম মিষ্টি খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। এ সময় নুরুল ইসলাম সেখানে থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে স্থানীয়জনতার সহায়তায় তাকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।