তালায় শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলানো ঝুড়ি বিতরণের উদ্বোধন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তালা উপজেলার শিশুতীর্থ কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে “ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা” বাস্তবায়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলানো ঝুড়ি আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন।
গতকাল মঙ্গলবার সকালে শিশুতীর্থ স্কুল চত্বরে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব কেেরন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ নুরুল আমিন, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শিশুতীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।