তালায় লাইফ কেয়ারের পক্ষ থেকে ডাক্তারদের সংবর্ধণা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালার লাইফ কেয়ার ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর আবু মাউদকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধণা ও নবাগত ডাক্তারদের সংবর্ধণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তালা লাইফ কেয়ার ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে সংবর্ধণা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম।
ইলিয়াস হোসেনের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর আবু মাউদক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার,ডাঃ রওশান দায়েমী,স্বাস্থ্য পরিদর্শক মীর মহসীন হোসেন, প্রধান সহকারী হাফিজুর রহমান, প্রভাষক সুতপা রাহা টুম্পা, চিন্ময় সরকার, একলাস হোসেন প্রমুখ।