তালায় রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সততা সংঘ পুনর্গঠন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, সততা সংঘ পুর্নগঠন ও পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “দুর্নীতির কুফল” বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সমাপ্তি বিশ্বাস , ২য় স্থান ফারজানা হাফিজ এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করে সুমী সরকার ও সাদিয়া শারমিন শান্তা। “জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়” উক্ত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষের দল এবং সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা সাদিয়া শারমিন শান্তা
তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহযোগি অধ্যাপক রেজাউল করিম, শিক্ষক কালিদাশ রায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, ইমদাদুল হক এবং আব্দুস মবুর। এ সময় সকল প্রতিযোগিতায় অংগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের সকল সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।