তালায় মুজিববর্ষ উপলক্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক সংলাপ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে তারুণ্যের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজ হলরুমে এ সংলাপ অুষ্ঠিত হয়। সংলাপ সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ নুরুল আমিন, তালা থানার ওসি মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক রেজাউল করিম ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু প্রমুখ।
এ সময় মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কালাম কলেজের ২০ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করেন।