তালায় ভেটেরিনারি সার্জনকে বিদায় সংবর্ধনা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালার সদ্য বিদায়ী উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ তৌহিদুল ইসলামের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তালা প্রাণিসম্পদ কার্যালয়ে উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলাম।
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়াসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু হেনা মোস্তফা কামাল এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবরসহ প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।