তালায় বিশ্ব মা দিবস পালিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“মাকে যথাযথ সম্মান দেয়া, ভালোবাসা” এ উদ্দেশ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সকালে তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও মায়েদের সম্মাননা প্রদান করা হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিতত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্মা ডা: সন্জয় বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাশ, খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।