তালায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নারী প্রতিনিধি, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সংাদিকরা উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ উপশম ও বিশ^ বাল্যবিবাহ নিরোদ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে পৃথক পৃথক র্যালি ও আলোচনা সভা গতকাল রবিবার বেলা ১১টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল বটিয়াঘাটা সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, সমাজ সেবা কর্মকর্তা অমিত সদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ,পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ^াস, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সিকদার, সাংবাদিক এস,এম,এ ভূট্রো সহ প্রকল্প বাস্তবায়ন অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন করে।