তালায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলার মির্জাপুর ক্লাস্টারের কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও মির্জাপুর ক্লাস্টারের অফিসার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে তার দুই সন্তানসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উক্ত পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। প্রধানমন্ত্রীর সোনার বাংলাকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে তারা এ অভিযানে অংশ নেন।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান বলেন, প্রতি বৃহস্পতিবার সকল প্রাথমিক বিদ্যালয়ে উক্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে। এ সময় তিনি সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ও সন্তানদের ধন্যবাদ জানান।