তালায় পাটের গুদামে আগুন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালার একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে গুদামে রক্ষিত দুই’শ মন পাট ও অগ্নিদগ্ধ হয়েছে পাঁচটি গরু। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। শুক্রবার ভোররাতে উপজেলার তেরছি গ্রামে এঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়লের বাড়ীতে তার একটি পাটের গুদাম রয়েছে। শুক্রবার ভোররাতে ওই গুদামে আকস্মিক আগুন লাগে। এতে গুদামে থাকা দুই’শ মন পাট পুড়ে ভষ্মিভূত হয়। এর পাশে থাকা গরুর গোয়ালে আগুন লেগে ৫ টি গরু অগ্নিদগ্ধ হয়। তবে, এ আগুনের সুত্রপাত কিভাবে হলো তা কেউ বলতে পারেননি। স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রন আনা হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল এ ঘটনা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।