তালায় পাইথন ও স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৯” এর আওতায় সাতক্ষীরার তালা উপজেলার সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ৬ দিনব্যাপী পাইথন ও স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ১৫ থেকে ১৭ জুন প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের জন্য স্ক্র্যাচিং এবং ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের কিশোর শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের বিদ্যুৎসাহী সদস্য ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সংশ্লিষ্ট প্রোগ্রামের সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর শেখ ফারুক হোসেন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও আইসিটি শিক্ষক রাজীব সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।