January 21, 2025
আঞ্চলিক

তালায় পনের বরজসহ গাছ কেটে ৬০ হাজার টাকার ক্ষতি

তালা প্রতিনিধি

তালায় জমি-জমা বিরোধর জের ধরে জোর পূর্বক দখলীয় সম্পত্তির পনের বরজসহ গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ করেছে, ভুক্তভোগী দীপক কুমার দেবনাথ।

অভিয়োগ সুত্রে জানা গেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে মৃত শিবুপদ দেবনাথের ছেলে দিপক কুমার নাথ বারুইপাড়া মৌজার  জে,এল,নং ৮৬,এস এ খতিয়ান নং-১৪৬, ডিপি খতিয়ান নং-২৫৯ ও ২৫৮, সাবেক দাগ নং-৩৩৬ হাল দাগ নং-৩০৩, ৪৬ শতক জমির পূর্ব পার্শ্ব থেকে ৫ ডিসেম্বর ৯৯ সালে ৭৩৮৫ দলিল নং ১০ শতক, ১১ এপ্রিল ২০০১ সালে ২৩১৬ দলিল নং ২ শতক, ১৬ মে ২০০১ সালে ২৮৯৭ দলিল নং ৩ শতক মোট ১৫ শতক জমি ক্রয় দলিল মুলে শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে।

সম্প্রতি উক্ত ভোগ দখলীয় সম্পত্তিতে বিবাদী বারুই পাড়া গ্রামের মৃত কানাই লাল নাথ এর ছেলে নারান চন্দ্র দেবনাথ ও একই গ্রামের রামপদ দেবনাতের ছেলে পরিমাল ও প্রভাত দেবনাথসহ তাদের লোকজন জোর পূর্বক জবর দখলের উদ্দেশ্যে জমিতে পানের বরজসহ মেহগুনি গাছ, লেবু গাছ কাটে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বিভিন্ন প্রকার হুমকীতে বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *