তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
তালা প্রতিনিধি
তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল রবিবার সকালে ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান প্রভাষক অচিন্ত্য সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নারী ও শিশু অধিকার সুরক্ষা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, জে এডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, রূপলী পরিচালক শফিকুল ইসলাম, ইউপি সদস্য ময়না, সাংবাদিক এমএ ফয়সাল, জুলফিকার রায়হান প্রমুখ।