তালায় দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন
অর্জুন বিশ্বাস,তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী উক্ত মেলার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল। মেলার প্রতিপাদ্য বিষয় ছিল “সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো। ১২টি স্টল উক্ত মেলায় প্রদর্শিত হয়।