তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম, তালা থানার এসআই প্রীতিশ, মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোজায়েম হোসেন রঞ্জুু, সাধারণ সম্পাদক প্রলয় কুমার পাল, ইবাদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মিকাইল হোসেন, তালা হাসপাতালের সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন প্রমুখ।